ভোটার তালিকায় তারেক রহমান ও জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রোববার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি সভায় তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদনের বিষয়টি চূড়ান্ত হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১৫ ধারার অধীনে কমিশনের এখতিয়ার রয়েছে যেকোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার যোগ্য নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার। তারেক রহমান ও জাইমা রহমান ঢাকা–১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।