ভোটার ১২ কোটি ৭৬ লাখ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার দেশের মোট ভোটার সংখ্যা হচ্ছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, চলতি বছরের ৩১শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। গত ৩রা নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। সেই খসড়া অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ১ হাজার ২৩০ জন। চলতি বছরের ২রা মার্চ থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং মহিলা ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ বলে জানান তিনি। নতুন প্রকাশিতব্য চূড়ান্ত তালিকায় যারা ২০২৫ সালের ৩১শে অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এর ফলে, তারা আসন্ন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।

এনসিপি ও বাংলাদেশ জাসদকে নিবন্ধন দিয়ে গেজেট: নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি গেজেট প্রকাশ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল ব্রিফিংয়ের সময় সচিব বলেন, নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল মোট ১৪৩টি রাজনৈতিক দলকে নিয়ে। প্রথম পর্যায়েই ১২১টি দলকে নামঞ্জুর করা হয়। দ্বিতীয় পর্যায়ে বাছাই করা হয় ২২টি দল। এই ২২টি দলের মধ্যে ৩টি দল-এনসিপি, আম জনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ মার্কসবাদী, আমরা চূড়ান্ত করে পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করি। তিনটি দলের মধ্যে শুধুমাত্র আম জনগণের পার্টির বিরুদ্ধে আপত্তি উঠেছে জানিয়ে ইসি সচিব জানান, বাকি দুটি দল-এনসিপি ও বাসদ মার্কসবাদী দলের বিরুদ্ধে কোনো আপত্তি পাওয়া যায়নি। তাই তাদের নিবন্ধন চূড়ান্ত করা হয়েছে। আম জনগণের পার্টি নিয়ে ইসি’র সিদ্ধান্ত জানতে চাইলে ইসি সচিব জানান, আম জনগণের পার্টির বিষয়ে আপত্তি থাকায় তাদের বিষয়ে শুনানি ও পর্যালোচনা চলবে।

ইসি সচিব বলেন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ-শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আমজনতার দল এবং জনতার দল এই দলগুলোর তথ্য পুনর্বিবেচনায় আনা হয়েছে। এদের তদন্ত হবে। এ সময় নিবন্ধন রিভিউয়ের সময়সীমা জানতে চাইলে ইসি সচিব বলেন, কাট-অফ টাইম এখন বলা যাচ্ছে না। এটা তফসিলের আগে হতে পারে, নাও হতে পারে। যখন পর্যালোচনাগুলো শেষ হবে, তখনই বলা যাবে। অনুমাননির্ভর কথা বলা ঠিক না। শেষ মুহূর্তে নিবন্ধন পেলে এসব দলগুলো সুবিধাবঞ্চিত হবে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, যদি কেউ শেষ মুহূর্তে নিবন্ধন পায়, তাহলে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাবে না। এটা বাস্তবতা।

নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবজারভারদের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সচিব। তবে তালিকা প্রকাশের সময়সীমা ও নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ সময় গণভোটের ব্যাপারে জানতে চাইলে ইসি সচিব বলেন, এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো। কী নির্দেশনা পেয়েছি, আমাদের কর্মপরিকল্পনা কী বা প্রস্তুতির বিষয়টা। জাতীয় পার্টি ও ১৪ দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আপনারা কালকে দেখবেন এবং শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেন।