ভোটের আগে গাড়ি কিনতে বিনা সুদে ঋন চায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা

জাতীয় নির্বাচনের আগেই আবারও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের গাড়ি কেনার ঋণ সুবিধা নিয়ে নতুন দাবি উঠেছে। চলতি সময়ে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জন্য বিনা সুদে ৩০ লাখ টাকা ঋণ দেওয়া হচ্ছে, যা এবার ৪৫ লাখ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন তারা। এই প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে।এতে শুধু উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা ঋণ নিতে চাইলে সরকারকে গুণতে হবে প্রায় ১ হাজার কোটি টাকা।

সরকারি সূত্রে জানা গেছে, গাড়ির দাম বৃদ্ধির কারণে বর্তমান ৩০ লাখ টাকা ঋণে উপযুক্ত গাড়ি কেনা যাচ্ছে না। এজন্য অতিরিক্ত ১৫ লাখ টাকা ঋণ বাড়ানোর দাবি জানিয়েছে কর্মকর্তারা। তারা মনে করেন, ঋণ বাড়লে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।

অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে এই দাবি বিশ্লেষক ও অর্থনীতিবিদদের মধ্যে বিতর্ক তৈরি করেছে। অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি টাকা বা ভবিষ্যৎ প্রজন্মের ঋণ বাড়িয়ে এই ধরনের বিলাসবহুল সুবিধা দেওয়া উচিত নয়। সাশ্রয়ী বাজেট ব্যবস্থাপনা এখন অগ্রাধিকার।

বর্তমানে উপসচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের সংখ্যা প্রায় ১,৬৫৯। যদি সবাই ঋণ নেন, তবে সরকারকে প্রায় ৭৪৭ কোটি টাকা দিতে হবে। গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে ৫০ হাজার টাকা হিসেবে ১০ বছরে আরও ২৪৮ কোটি টাকা ব্যয় হবে। যদি জনপ্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও এই সুবিধা নেন, তাহলে খরচ আরও অনেক বাড়বে।

জনপ্রশাসন বিশেষজ্ঞ সাইফুল ইসলাম মজুমদার বলেন, গাড়ি নিলে তার অতিরিক্ত খরচ নিজেই বহন করা উচিত।” আরেক বিশেষজ্ঞ ড. ফিরোজ মিয়া বলছেন, অর্থনৈতিক সংকটের সময় এ ধরনের বিলাসবহুল সুবিধা বন্ধ করা উচিত।

উল্লেখ্য, ২০১৭ সালে চালু হওয়া এই ঋণ সুবিধায় এখন পর্যন্ত প্রায় ২,৮০০ কর্মকর্তা গাড়ি কিনেছেন। এর আগে প্রধান উপদেষ্টা চার দফা নির্দেশনা দিয়েছেন নতুন গাড়ি কেনা, ভবন নির্মাণ ও বিদেশ ভ্রমণ সীমিত করার জন্য, কিন্তু তা যথাযথভাবে মানা হয়নি।