মাগুরা প্রতিনিধি : ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ। ভোটের দিন বুধবার সকালে কেন্দ্রে এসে ভোটাররা জানলেন ভোট গ্রহণ স্থগিত।
উচ্চ আদালতের নির্দেশে মাগুরা জেলা পরিষদ নির্বাচনের ১১ নম্বর (মহম্মদপুর সদর-বালিদিয়া ইউনিয়ন) ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মহম্মদপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থাপিত ভোট কেন্দ্রে ১১ নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত হচ্ছে এমন গুজব ছিল দিনভর। কিন্তু দায়িত্বশীল সূত্র থেকে আগের দিন রাত পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচন কমিশনের ওয়েব সাইটেও এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের এই প্রজ্ঞাপন মাগুরা জেলা নির্বাচন অফিসে পৌঁছায় মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে। পরে বুধবার সকালে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের ফটোকপি সংবাদকর্মীদের হাতে পৌঁছে।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, মহম্মদ সদর ইউনিয়নের সদস্য মো. ফারুক ফকিরসহ কয়েকজন ইউপি সদস্য নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন। এ অবস্থায় মাগুরার জেলা পরিষদ নির্বাচনের ১১ নং ওয়ার্ডে নির্বাচন স্থগিত থাকবে।
নির্বাচনে সদস্য প্রার্থী হাবিবুর রহমান (তালা মার্কা) বলেন, ‘ভোটের সব আয়োজন শেষ। সকালে কেন্দ্রে এসে ভোটাররা জানতে পারেন ভোট গ্রহণ স্থগিত।’
মাগুরা জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী বলেন, ‘রাত ১২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন কার্যালয় থেকে ১১ নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত সংক্রান্ত আদেশের চিঠি জেলা নির্বাচন অফিসে পৌঁছায়।’


