
নারায়নগঞ্জ থেকে : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। দুপুর ২টা পর্যন্ত ৭২ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার।
তিনি বলেন, ‘সুষ্ঠু ভোট আয়োজনে পুরো শহর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সকাল থেকে সকল বয়সি ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত ৭২ শতাংশ ভোট কাস্ট (সম্পন্ন) হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে।’
তিনি দাবি করেন, এই নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের রোল মডেল হবে।
রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, ‘ভোটগ্রহণ শেষে ভোট গণনার সময় যাদের যাদের থাকার নিয়ম রয়েছে, তারা কেন্দ্রে থাকতে পারবেন। স্বচ্ছ প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটের ফলাফলও ঘোষণা করা হবে।’