ভোট দিচ্ছেন ভোটাররা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল থেকেই নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে।

দেওভোগ শিশুবাগ বিদ্যালয়ে ভোট দিতে এসেছেন শ্রী রাম দাস নামের এক বৃদ্ধ। বয়স ৬০ বছরের বেশি। শারিরীক প্রতিবন্ধী তিনি। স্ত্রী শ্রী দেবি দাস ও ভাই কমলের হাত ধরে দেওভোগ শিশুবাগ বিদ্যালয়ে ভোট দিয়েছেন তিনি।

এক বছর আগে স্ট্রোক করেছিলেন। কথা বলতে খুবই কষ্ট হচ্ছিল তার। তবে মনের জোর তার প্রবল। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, জীবনের এই অবস্থাতে এসেও ভোট দিতে পেরে নিজের কাছে অনেক ভাল লাগছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। যতদিন বেঁচে থাকবো ইচ্ছে আছে ভোট দেওয়ার।

তিনি বলেন, ভোটের দিন আসলে আমার কাছে উৎসবের মতো মনে হয়। ভোটাররা যাকে ভোট দিবেন তিনি নগর পিতা হবেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এটা আমার প্রত্যাশা।

শ্রী রাম দাসের এক ছেলে দুই মেয়ে। দুই মেয়ে বিয়ে দিয়েছেন। তিনি বলেন, যে কোন সময় সৃষ্টিকর্তা নিয়ে নেবে। আমি চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছে তা বাস্তবায়ন হোক। বাংলাদেশ পৃথিবীর অন্যতম উন্নত দেশ হোক।

এদিকে সকাল থেকে অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

কথা হয় সুমাইয়া আক্তার শোভা নামের এক ভোটারের সঙ্গে। তিনি বলেন, পারিবারিক কাজ থাকার কারণে সকাল সকাল ভোট দিতে এসেছি। সকালে ভিড় কম থাকবে কিন্তু কেন্দ্রে এসে দেখি দীর্ঘ লাইন। পছন্দের প্রার্থীকে ভোট দিব। আশা রাখি সুষ্ঠ নির্বাচন হবে।