আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গেছে। ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন দিনের শুরুতে তার ভোটটি বাক্সে ফেলেছেন।
মঙ্গলবার সকালেই নিজের শহর নিউ ইয়র্কের চাপ্পাকুয়ার ভোট কেন্দ্রে যান হিলারি। তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সকালে ভোটকেন্দ্রে না গিয়ে হাজির হয়েছিলেন টিভি পর্দায়। অবশ্য স্বশরীরে নয়, কন্ঠে।
ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে টেলিফোনে তিনি বলেছেন, ‘ আমি অনেকটা কুসংস্কারবাদী। আমি অনেক প্রাইমারিতে জয় পেয়েছি সকালে প্রথমে আপনাদের সঙ্গে কথা বলার পর।’ট্রাম্প অবশ্য জানিয়েছেন, তিনি পরে ম্যানহাটনে ভোট দিতে যাবেন।
স্থানীয় সময় বুধবার সকাল ১০টা থেকে ভোটের ফল আসতে শুরু করবে। তবে রয়টার্স/ইপসোস তাদের সর্বশেষ জরিপে জানিয়েছে, নির্বাচনে হিলারির জেতার সম্ভাবনা ৯০ শতাংশ।