ভোট প্রদানের সময় বর্ধিত করে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছে

বিনোদন প্রতিবেদক : আজ শুক্রবার (৫ মে) চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-১৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিএফডিসি-তে শুরু হয়েছে নির্বাচনের ভোট গ্রহণ। বিকাল ৫টা পর্যন্ত তা চলার কথা থাকলেও ভোটের সময় বর্ধিত করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময় বর্ধিত করা হয়। শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু মাইকে ঘোষণা দেন, ‘ভোট গ্রহণ বিকাল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ভোট প্রদানের সময় বর্ধিত করে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছে।’

শিল্পী সমিতির এবারের নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মনতাজুর রহমান আকবর, নির্বাচন কমিশনার নাজমুল হুদা মিন্টু, পীরজাদা শহিদুল হারুন এবং আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন নাসিরউদ্দিন দিলু, সদস্য খোরশেদ আলম খসরু এবং শামসুল আলম।