চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা হচ্ছে ভোলার সব ক’টি উপজেলায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৩১ ডিসেম্বর মঙ্গলবার মধ্যরাতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার এলাকায় নৌবাহিনী কন্টিনজেন্ট যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে পরিত্যক্ত একটি নসিমন থেকে সাড়ে ৮ বস্তা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি অবৈধ শাড়ি কাপড় (৩৪৫৩ পিস) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ৩৫ হাজার ৯ শত টাকা। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি পদক্ষেপের জন্য চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা চলমান থাকবে বলে জানান নৌবাহিনীর তরফ থেকে।