নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নুর ভোলার পক্ষে দাখিলকৃত জামিন আবেদন নামঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, মিতু হত্যায় অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলার পক্ষে মঙ্গলবার জামিনের আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ জুন নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ভোলাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে ভোলার স্বীকারোক্তি মতে ভোলার সহযোগী মনিরের হেফাজত থেকে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় মিতু হত্যা ও অস্ত্রের দুই মামলায় ভোলাকে আসামি করা হয়।