
ভোলা জেলার তজুমদ্দিন সরকারি কলেজে শিক্ষার্থীদের ৩ দফা ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ সকাল ১০টায় কলেজ সংলগ্ন তজুমদ্দিন সদর রোডে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো হলো-“নিরাপদ ভবন ও অবকাঠামো সংস্কার'”শিক্ষামূলক সুবিধা বৃদ্ধি”
“স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ”
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোটি টাকার বাজেট থাকলেও কলেজ ভবন নির্মাণ প্রকল্প কার্যকর হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা গ্রহণ করতে হচ্ছে।কলেজের নির্ধারিত বাথরুম টির অব্যবহার যোগ্য।একইসঙ্গে আধুনিক ল্যাব, লাইব্রেরি, সেমিনার কক্ষসহ শিক্ষামূলক সুবিধার ঘাটতি রয়েছে।
অত্র কলেজের অধ্যক্ষ,নিরুপম চন্দ্র দত্ত সাংবাদিকদের জানান,আগামী শারদীয় দুর্গাপূজার পর, পুরোভবন প্লাস্টার,টাইলস,থাইগ্লাস এবং স্টিল জানলা,রং করা সহ সর্বমোট ২০ লক্ষ টাকার কাজ শুরু হবে।
এ ছাড়া ও কলেজের অবকাঠামো নির্মাণকাজের ৩৫লক্ষ টাকা রবাদ্দ আসছে,তিনি জানান ছাত্র-ছাত্রীদের সাথে তার মত বিনিময়ে আমি বলেছি তাদেরকে একটা কমিটি করে তারা কলেজের উন্নয়নে যা করা উচিৎ বলে মনে করবে,কলেজ কতৃপক্ষ তাদের সাথে উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
এ অবস্থায় শিক্ষার্থীরা জানিয়েছেন—
“আমরা শুধু নিজেদের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও একটি নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ চাই।”
শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।।