ভোলার বাংলা বাজারে বিদ্যুতের তার ছিড়ে পানিতে একই পরিবারের ৪ জন নিহত

ভোলা থেকে বাবুলঃ ভোলার বাংলা বাজারের জয়নগরে ২নং ওয়ার্ড মুন্সিবাড়ীর পুকুরে বিদুতের তার পুকুরে পড়ে একই পরিবারের ৪ নিহত । একে অপর কে বাঁচাতে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে । নিহতরা হলেন রহমত উল্লাহ (২২), সুইটি (৩০), ফয়েজ (১৩) অপর একজনের নাম জানা যায়নি ।

ব্যাপারে ভোলা পল্লী বিদ্যুতের এজিএম বারবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি । ভোলা দৌলতখানের থানার ওসি জানা; এই বিষয়ে এখনো কোন মামলা হয়নি । নিহতদের ভোলা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে ।