চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, ও লুটপাট করেছে বিএনপির প্রতিপক্ষ গ্রুপে যুক্ত আওয়ামী সন্ত্রাসীরা। হমলায় কমপক্ষে ২৫ নেতা-কর্মী আহতের খবর পাওয়া গেছে। সোমবার ২০জানুয়ারি দুপুরে সংবাদকর্মীদের কাছে এমন অভিযোগ করেন মনপুরা উপজেলা বিএনপি নেতা হাসপাতালে চিকিৎসাধীন আহত ইয়াসিন সহ অনেকে।
ইয়াসিন জানান, সাকুচিয়া ইউনিয়নের আলম নগর বিএনপির পার্টি অফিসে এসে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম গ্রুপের নেতাকর্মীদের উপর হামলা মারধর করে প্রতিপক্ষ নুরুল ইসলাম নয়ন গ্রুপের সন্ত্রাসী রহিম মেম্বারের নেতৃত্বে অন্তত ৩০/ ৪০জনের একটি গ্রুপ। হামলাকারীরা বগি দা’ রামদা, চাপাতি, সাইনিজ কুড়াল, লাঠিসোঁটা এবং রড টেটা ব্যবহার করে। হামলায় নাজিম উদ্দিন আলম গ্রুপের অন্তত ২৫জন আহত হলেও গুরুতর আহত ৮জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরত্বর আহতরা হলেন, ইয়াসিন (৬০) মাকসুদ (৩৫) মামুন (৩০) সাগর (২৩) শামিম (২৭), হেলাল (৪২) নুরু (৪৯) রাকিব (২০) সহ আরও অনেকে।
বিএনপি নেতা ইয়াসিন আরও বলেন,হামলাকারীরা এসময় বিএনপি অফিসে ভাঙচুর ও লুটপাট করে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিগুলো ভেঙে তছনছ করে দিয়ে চলে যায়। ইতোপূর্বেও একাধিকবার অফিসে তালা ঝুলিয়েছে এই গ্রুপটি তারা বলছে এখানে নাজিম উদ্দিন আলমের কোনো অফিস থাকবে না।
ঘটনার দিন সোমবার সকালে আমরা ৮/১০জন নেতাকর্মীরা বিএনপির অফিস খুলতে গেলে পূর্বপরিকল্পিতভাবে নুরুল ইসলাম নয়ন গ্রুপের নেতা রহিম মেম্বার, সালাউদ্দিন সুকানি,রাসেল সুকানি,সাদ্দাম,করিম,মনির, নাসির,কামাল, ইব্রাহিম সুকানি, কিরন সহ ৩০থেকে ৪০জনের একটি আওয়ামী সন্ত্রাসী গ্রুপ বিএনপি নেতা নয়ন গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে অতর্কীত হামলা চালিয়ে আমাদের আহত করে।
মনপুরা থানার ওসি আহসান কবির বলেন, হামলার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।