
ভোলা প্রতিনিধি // ভোলার লালমোহন বাজার সদর রোডে ট্রাকের চাপায় এক বৃদ্ধমহিলা নিহত হয়।
আজ সকাল আনুমানিক ৮টার দিকে ভোলার লালমোহন বাজার সদর রোডে বুলবুল র্ফামেসির সামনে একটি ট্রাক এক বৃদ্ধমহিলাকে চাপাদেয় এ সময় মহিলাটি গুরুতর আহত হয়.স্থানীয় বাসিন্দারা তাকে লালমোহন হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
কর্মরত ডা:মহসিন জানান সকাল ৮টা ১০ এর দিকে দু তিন জন লোক মহিলাটিকে হাসপাতালে নিয়ে আসলে তাকে ড্রেসিং করে বেথার ছেলাইন করা হয় ঘন্টা খানিক পরে মহিলাটি মারা যান ,মহিলাটির কোন নাম ঠিকানা পাওয়া যায়নি ।