ভোলায় আত্মসর্মপন করে সাভাবিক জীবনে ফিরে আসলো ৫৫ জন মাধক ব্যাবসায়ী ও সেবী

ভোলা-থানা প্রতিনিধি ঃ মোঃ হাসানঃ সাভাবিক জীবনে ফিরে আসার শপথ নিয়ে ভোলার ৫৫ জন মাধক সেবী ও মাধক ব্যাবসায়ী আত্মসমর্পন করেছে ।

আজ বুধবার বিকেলে শহরের বাংলা স্কুল মাঠের ভাষানী মে আনুষ্ঠানিক ভাবে তারা আত্মসর্মপন করে ,এ অনুষ্ঠানে তারা শপথ করে ভবিষ্যৎতে কোনো মাধক সেবন ও ব্যাবসা করবেনা। এ উপলক্ষে জেলা পুলিশ সুপার মোকতার হোসেন এর নেতৃত্বে সকল মাধক সেবী ও মাধক ব্যাবসায়ীকে
সেলাই মেশিন ও নগদ অর্থ দেন ।
প্রধান অতিথি – জনাব মোঃশফিকুল ইসলাম (বিপি এম, ডিআইজি ,বাংলাদেশ পুলিশ রেঞ্জ বরিশাল)
গেস্ট অব অনার জনাব ফেরদৌস আহম্মেদ ভোলা জেলা জর্জ
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঃ জনাব মোঃ সেলিম উদ্দিন জেলা প্রশাসক, ভোলা
এ অনুষ্টানে আরো অন্নান্য নেত্রী বিন্দু বক্তব্য রাখেন ।