
ভোলা: ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের সোনাডগী গ্রামের বেড়িবাঁধ এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় সাইফুল (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল সোনাডগী ২ নম্বর ওয়ার্ডের মমিনের ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির সামনে বেড়িবাঁধের ওপর খেলা করছিল সাইফুল। এসময় ইটের খোয়াভর্তি একটি ট্রলি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক ট্রলিচালক মিরাজকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।