ভোলায় ইয়ানুর বেগমের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি

এম এ হান্নান,ভোলাঃ ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের ইয়ানুর বেগম (৩৫) বিরুদ্ধে মোবইলের মাধ্যমে ছলনাকরে বিভিন্ন পুরুষের সাথে দেহ ব্যবসা ও ভোলা জজকোর্টে বিভিন্ন ধরনের দালালি করার অভিযোগ পাওয়া গেছে, এলাকার ভুক্তভুগিদের মধ্যে তছির,সেলিম,নজরুল,ইসমাইল সহ আরো অনেকে অভিযোগ করে বলেন, ইয়ানুর বেগম  ৩ থেকে ৬ মাস পরপর বিনপুরুষের সাথে সংসার পাতে যার সাথেই ইয়ানুর বেগম সংসার পাতে তাকে এলাকার সবাইকে তার স্বামী বলে। কিছুদিন পর যখন অন্য কোন পুরুষকে তার সাথে দেখা যায় তখন এলাকার মানুষের প্রশ্নের উত্তরে ইয়ানুর বেগম বলে আমার আগের স্বামী আমাকে তালাক দিছে তাই নতুন করে বিয়ে করছি কয়েক দিন হল। ইয়ানুর বেগমের এসব কর্মকান্ডের কারনে সমাজের সামাজিক পরিবার গুলোর বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। অভিযোগ সুত্রে আরো জানাযায় ইয়ানুর বেগম ভোলা জজ কোর্টে নারী নির্যাতন সহ বিভিন্ন ধরনের মামলার দালালি করে। ইয়ানুর বেগমের এসব অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে কেউ কিছু বলতে গেলে তাকে পুলিশের ভয়ভীতি সহ কোন না কোন মামলার মাধ্যামে জড়িয়ে দেওয়া হচ্ছে। মেদুয়া ইউনিয়ন বাসীদের এখন শুধু একটাই প্রশ্ন কিসের ক্ষমতার বলে এসব অপকর্ম করে আসছে ইয়ানুর বেগম। মেদুয়া ইউনিয়ন বাসী ইয়ানুর বেগমের এসব অত্যাচারের বিচার ও মুক্তি চায়। এঘটনায় ইয়ানুর বেগমকে মুঠোফোনে না পাওয়ার কারনে বক্তব্য নেওয়া যায়নি
ইয়ানুর বেগমের অপকর্মের ব্যাপারে মেদুয়া ইউপি চেয়ারম্যান মনজুর আলম বলেন, এলাকার সবাই আপনার কাছে সঠিক অভিযোগ করছে আমি কয়েকবার চৌকিদার পাঠিয়ে ইয়ানুর বেগমকে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করার পর কয়েক দিন চুপচাপ থাকার পর আবার আগের মত আরাম্ব করে।