ভোলা প্রতিনিধি : ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ইউনিয়নের চর ভেদুরিয়া এলাকার বাড়ির পাশের ফসলি জমি থেকে রাশেদের (১৫) লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানান, রাসেদের মামা হেলাল উদ্দিন ঘর থেকে বের হয়ে জমিতে কাজ করতে যাওয়ার পথে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় রাসেদের লাশ দেখতে পায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ভোলা থানায় নিয়ে আসে।
দীর্ঘ দিন ধরে ওই এলাকায় কয়েকটি পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের হিসেবে এ খুন হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করা হবে।