
এম এ হান্নান,ভোলা, প্রতিনিধি: ভোলার লালমোহনে জসিম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার ডাওরীর হাট বাজার সংলগ্ম তার বাড়িতে অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবা সহ তাকে আটক করা হয়। জসিম একই এলাকার নুরু ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুরে পুলিশ মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ হূমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়।