ভোলায় বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে কয়েশ একর জমির আলু, নিঃস্ব কৃষক

এম এ হান্নান,ভোলাঃ ভোলায় লালমোহন উপজেলায় বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে কয়েশ একর জমির আলু। এতে নিঃস্ব হয়ে গেছে শত শত কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের কাছে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও কৃষকদের সাথে দেখা করলেও সান্ত্বনা ছাড়া কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, ভোলায় ৪ উপজেলায় চলতি মৌসুমে আলুর আবাদ হয়েছে ৫ হাজার ১০৩ হেক্টর জমিতে। শুধুমাত্র লালমেহন উপজেলায় (গজারিয়া) ২৫০ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার ৩০০ টন। এ লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়তে পারে। দেখা দিতে পারে বীজ আলু সংকট। কারণ লালমোহন উপজেলার মাত্র দশ ভাগ আলু উত্তোলন করা সম্ভব হলেও বাকি আলু বৃষ্টির পানিতে পঁচে গেছে। লালমোহন উপজেলার ভোলা,তজুমদিন,লালমোহন,গজারিয়া,চরফ্যাসন,সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শত শত একর জমির আলু তোলা সম্ভব হয়নি। খেতে বৃষ্টির পানি জমে যাওয়ায় মাটির নিচে সব আলু পঁচে গেছে। কেউ কেউ তোলার চেষ্টা করলেও শ্রমিক খরচ উঠানো অসম্ভব হয়ে পড়বে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে গজারিয়া গ্রামের জসিম এই বছর ধারকর্য করে ত্রিশ একর আলু চাষ করেছেন। খরচ হয়েছে প্রায় ত্রিশ লাখ টাকা। বাম্পার ফলনে খরচ পুষিয়ে মোটা অংকের মুনাফার আশায় বুক বেঁধে ছিলেন। দুই একদিনের মধ্যে আলু তোলার সকল আয়োজনও করা হয়েছিলো। কিন্তু বিধির বিধান গত কয়েক দিনের বৃষ্টিতে তলিয়ে যায় সব জমি। দুইদিনে জমির পানি কিছুটা শুকালেও গত ১১ তারিখের দ্বিতীয় দফার বৃষ্টিতে আবার পানির নিচে চলে যায় আলু খেত। গত পাঁচ দিনে নষ্ট হয়ে যায় সব আলু। শুধু জসিম নয়, ওই এলাকার সাহাবুদ্দিন, জাহাঙ্গীর, মহসিন, মনির ,রাজু,রাজু মিয়া,তাহের ভুইয়া,দুলাল ভুইয়া,সোহাগ মাতাঃ,দুলাল মাতাঃ,হাসান, গিয়াস উদ্দিন,তৈয়ব মাওঃ ও বজলাল দত্ত সহ শতশত কৃষকের বক্তব্যও একই রকম। তাদের দাবি এ ক্ষতি কোনো ভাবেই কাটিয়ে উঠা সম্ভব হবে না। যদি সরকারি সহায়তা দেয়া হয় তবেই সম্ভব। না হলে কোনো ভাবেই এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়।