ভোলায় মনপুরা ইউপি নির্বাচনে প্রচারনায় সন্ত্রাসী হামলা

ভোলা প্রতিনিধি।
ভোলা জেলার মনপুরা উপজেলার আসন্ন ১নং রামনেয়াজ ইউনিয়ন নির্বাচনে বিএনপি সমর্থীত প্রার্থী রাজিব চৌধরীর প্রচারনায় সন্ত্রাসীদের দফায় দফায় হামলা ও লুটপাটের অভিযোগ ধানের শীষ প্রতিক প্রচার করতে গেলে ১৪-০৪-২০১৭ইং কলাতলির চরে বিপক্ষ পাটির লোকেরা হামলা চালিয়ে ৩টি প্রচার মাইক ভাংচুর ও লুট করে নিয়ে যায়।এ ঘঠনায় স্থানীয় প্রসাশনকে জানালে তারা আজ পযন্ত কোন প্রকার ভুমিকা নেননি বলে জানিয়েছেন।এছাড়াও গত মঙ্গলবার ৭নং ওয়ার্ডে প্রচারের সময় প্রচারম্যান কামাল (৩০)এর উপর হামলা চালিয়ে তাকে বেধম মারধর করে।এবং প্রচারের মাইক ও যন্থপাতি লুটপাট করে নিয়ে যায়।