ভোলা : ভোলায় সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোলা খেয়াঘাট এলাকা থেকে ডিবি পুলিষ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে মো. হারুন এবং ভেদুরিয়া ইউনিয়নের মৃত ছলেমান হাওলাদারের ছেলে মিলন হাওলাদার। ডিবি পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, হারুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


