
ভোলা প্রতিনিধি ।। ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রুবেলের বিরুদ্ধে নিজ স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত দেড়টায় লালমোহন উজলোর উত্তর বাজার এলাকায় রুবেলের নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। স্ত্রীর নাম মাহমুদা মেহের তিথি (২৬)।
তিথির বাবা কামাল মাষ্টার অভিযোগ করে বলেন, ২০১৫ সালে লালমোহন পৌর শহরের মুদি ব্যবসায়ী আজগর আলীর ছেলে মেহেদেী হাসান রুবেল তার কলেজ পরুয়া মেয়ে মাহমুদা মেহের তিথির সাথে প্রেমের সম্পর্ক করে। একদিন লালমোহন কলেজ থেকে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যায়। তিথিকে কয়েকদিন গোপন রাখার পর শেষ পর্যন্ত সামাজিক কারনে তাদের বিয়ে মেনে নেয় কামাল মাষ্টার। বিয়ের পর থেকেই তিথির উপর চালাতে থাকে একে পর এক ভয়ংকর সব অমানুষিক নির্যাতন। এসব নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিথি বহুবার বাবার বাড়িতে চলে এসেছে। সর্বশেষ বৃহস্পতিবার পাঁচ লাখ টাকা যৌতুক দাবী করে রুবেল তিথিকে মারধর করে।
মৃত্যুর আগে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে তিথি তার মায়ের কাছে কান্না কন্ঠে মোবাইল করে রুবেলকে দামী হোন্ডা কিনে দেয়ার অনুরোধ জানায়। তখনই আমি বুঝতে পাড়ি কিছু একটা ঘটেছে।
পরিশেষে রাত ২টার দিকে খবর পাই রুবেলের ভাই জুয়েলসহ আরো দু’জনে আমার মেয়ের লাশ হাসপাতালের বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়।
থানা পুলিশ খবর পেয়ে ভোরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছে। এ ব্যপারে তিথির পিতা কামাল মাষ্টার বাদী হয়ে তিথির স্বামী মেহেদী হাসান রুবেলকে প্রধান আসামী করে লালমোহন থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-০১।
ঘটনার পর থেকে তিথির স্বামী মেহেদী হাসান রুবেল ও তার পরিবারের লোকেরা গা-ঢাকা দেয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে আটক করা যায়নি। তবে তাদেরকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।