অর্থনৈতিক প্রতিবেদক : যথাযথ মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) দিতে ব্যবসায়ীদের হিসাব ব্যবস্থা আধুনিক করার পাশাপাশি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) ব্যবহার করার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে মত বিনিসয় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনবিআরের চেয়ারম্যান বলেন, করদাতাকে আর এনবিআরের কাছে যেতে হবে না, এনবিআরই করদাতার দোরগোড়ায় পৌঁছে যাবে এই লক্ষ্যে কাজ করছি। আপনাদের হিসাব রক্ষণ ব্যবস্থাকে আধুনিক করবেন। ইসিআর ব্যবহার করবেন। যেকোনো সমস্যার জন্য এনবিআরের অনলাইন সেবা গ্রহণ করুন। আমরা আপনাদের সঙ্গে আছি। রাজস্বের গতিশীলতা অক্ষুন্ন রাখতে আমরা একত্রে কাজ করব।
তিনি বলেন, ভ্যাট সপ্তাহ মূলত এনবিআরের পক্ষ থেকে সেবা সপ্তাহ। আমরা সেবা দেওয়ার জন্য এখানে একত্রিত হয়েছি।
তিনি আরো বলেন, আমরা মিলিনিয়াম ডেভলপমেন্ট গোলের পর টেকসই উন্নয়নের জন্য কাজ করছি। এজন্য ব্যবসায়ী ও সিভিল সোসাইটিকে নিয়ে আমরা একত্রে কাজ করব। আমরা সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাব।
বসুন্ধরা সিটি শপিং মলের ২ হাজার ৪০০ ব্যবসায়ীদের পক্ষ থেকে দোকান মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এম এ হান্নান আজাদ বলেন, আমাদের এখানে সব ব্যবসায়ীর অবস্থা এক নয়। এখানে অনেক ছোট ছোট ব্যবসায়ী আছে। এদের দিকে বিশষ নজর দেবেন।
তিনি বলেন, আমাদের বাজারে বছরে দুই ঈদে ভাল বিক্রি হয়, যা দিয়ে পুরো বছর ছোট ব্যবসায়ীরা কোনো মতে চলে। আমরা সবাইকে ইসিআর মেশিন বসানো নির্দেশ দিয়েছি। কিন্তু তারা কিছুটা সময় চেয়েছে। আশা করি কিছুদিনের মধ্য সবাই ইসিআর ব্যবহার করবে।
এ সময় ব্যবসায়ী নেতা কে এম জহিরুল ইসলাম বিনামূল্যে ইসিআর দেওয়ার জন্য এনবিআরের কাছে দাবি পেশ করেন।
তবে এনবিআরের অন ভ্যাটবিষয়ক প্রকল্প পরিচালক রেজাউল হাসান বলেন, আপনাদের একটি বিষয় মনে রাখতে হবে, ভ্যাট মানে লাভের অংশ নয়। ভ্যাট দেবে ক্রেতারা।
মতবিনিময় সভা শেষে এনবিআর চেয়ারম্যান বসুন্ধরা শপিং মলের বিভিন্ন শো-রুম ও দোকান পরিদর্শন করেন।
বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (মূসক নীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) সুলতান মো. ইকবাল প্রমুখ।