
অর্থনৈতিক প্রতিবেদক : মূল্য সংযোজন করকে (ভ্যাট) সহনীয় পর্যায়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে ‘রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে ভ্যাটের গুরুত্ব’ শীর্ষক সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভ্যাট পদ্ধতিকে এমন করতে হবে যাতে ব্যবসায়ীরা খুশি হন। কর দেওয়ায় উৎসাহ দিতে হবে। তাহলেই আমরা এগিয়ে যাব।
প্যাকেজ ভ্যাটের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমি আশা করি, প্যাকেজ ভ্যাট সমাধানের পথে। এটা ঠিক হয়ে যাবে। এটা বিরাট কিছু নয়। যদিও এটা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা চলছে।
বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে আয়কর নিবন্ধনের সংখ্যা ২৫ লাখ ২০ হাজারে উন্নীত হয়েছে। যা আমাদের টার্গেটকেও ছাড়িয়ে গেছে।
সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।