ভ্যালেন্টাইনস গিফট নিয়ে আলিয়ার পরামর্শ

বিনোদন ডেস্ক : ভালোবাসার সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। কেউ হয়তো প্রিয়জনের সঙ্গ পেতে ভালোবাসেন কেউ বা আবার দামি গিফট। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট মনে করেন, একটি ছোট গিফটও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে পারে। বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে কী উপহার দেয়া যায় তা নিয়ে ভক্তদের পরামর্শও দিয়েছেন আলিয়া।

উড়তা পাঞ্জাব অভিনেত্রী নারীদের জন্যই মূলত তার ইনস্টাগ্রামে এই পরামর্শ দিয়েছেন। চলুন দেখে নিই কী পরামর্শ দিলেন আলিয়া।

স্নিকার্স : প্রত্যেক ছেলেদের নতুন জুতোর প্রতি আকর্ষণ থাকে। এক জোড়া নতুন স্নিকার্স পছন্দের মানুষকে খুশি করতে পারে বলে মনে করেন আলিয়া।

সুইস আর্মি নাইফ : যারা খুব অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য গিফট হিসেবে আলিয়ার পছন্দ সুইস আর্মি নাইফ।

ঘড়ি : ডিজিটাল যুগে হাতঘড়ির খুব একটা প্রয়োজন না হলেও অনেকই হাতঘড়ি পছন্দ করেন। প্রিয়জনকে উপহার হিসেবে ঘড়ি দেওয়ার পরামর্শও দিয়েছেন আলিয়া।

বই : বইকে মনে করা মহামূল্যবান উপহার। এ অভিনেত্রীও প্রিয়জনকে উপহার হিসেবে বই দেয়ার পরমর্শ দিয়েছেন।