যাত্রা পথে কোথাও কিছু সময়ের জন্য বা কয়েকদিনের জন্য অবকাশ যাপনই হল ভ্রমণ। “ভ্রমণ” শব্দটার উৎস ইতিহাসের কালে প্রায় হারিয়েই গেছে। ভ্রমণ বা ট্রাভেল শব্দটার উৎপত্তি হয়েছে আদি ফরাসি শব্দ travail থেকে। ভ্রমণের বিভিন্ন কারণের মধ্যে অন্তর্ভুক্ত চিত্তবিনোদন এবং অবকাশ যাপন।
মানুষের রক্তে রয়েছে ভ্রমণের নেশা। অজানাকে জানার অদেখাকে দেখার কৌতুহল মানুষের চিরন্তন। বিশাল এই পৃথিবীর চারিদিকে কত কি দেখার, জানার রয়েছে, কত রহস্য রয়েছে লুকিয়ে। শুধু কৌতুহল না ভ্রমণের রয়েছে নিজেস্ব কিছু উপকারিতা।
চলুন জেনে নেওয়া যাক ভ্রমনের উপকারিতা-
- জ্ঞান অর্জন করা
- মানসিক চাপ থেকে মুক্তি
- বিভিন্ন ধরনের কাজ করার আগ্রহ বাড়ে
- আত্মবিশ্বাস বৃদ্ধি করে
- ধৈর্য শক্তি বৃদ্ধি করে