
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর বলতে গেলে বদলে যায় বিশ্বের রাজনীতি, কূটনীতি ও সমরনীতির ধারা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন তাত্ত্বিক ভিত্তির ওপর চলা শুরু হয় একুশ শতকের।
নতুন শতাব্দীর শুরুতেই ঘটে যাওয়া সবচেয়ে ভয়ংকর এই হামলা ‘৯/১১ হামলা’ নামে পরিচিত। বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রের অভিযানে নিহত আল-কায়েদার প্রাক্তন নেতা ওসামা বিন লাদেনের সহযোগীরা বিমান ছিনতাই করে এ হামলা চালায়। এতে প্রাণ যায় প্রায় ৩ হাজার মানুষের।
৯/১১ হামলার ২৭টি অপ্রকাশিত ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তবে এগুলো সবই পেন্টাগনের ক্ষয়ক্ষতির ছবি। ছবিগুলো এফবিআইয়ের ‘এফবিআই রেকর্ডস : দি ভল্ট’ ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ২৭টির মধ্যে সাতটি ছবি দেওয়া হলো।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পর পেন্টাগনের চিত্র
২০০১ সালের ১১ সেপ্টম্বর পেন্টাগনে হামলার পর পানি ছিটিয়ে আগুন নেভানোর প্রথম পদক্ষেপ
ক্রেন দিয়ে পেন্টাগনের ধ্বংসাবশেষ সরানো হচ্ছে
আকাশ থেকে নেওয়া হামলায় বিধ্বংস্ত পেন্টাগনের ছবি
পেন্টাগনে আগুন জ্বলছে
৯/১১ হামলায় পেন্টাগনে ধ্বংসযজ্ঞ
পেন্টাগনে এফবিআইয়ের সদস্যরা