এবার রমজানে সৌদি আরবে মসজিদে ইতেকাফ পালনে নতুন নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদি নাগরিক নন এমন বাসিন্দাদের মসজিদে ইতেকাফে বসার আগে অবশ্যই তাদের স্পনসর বা কাফিলের লিখিত অনুমোদন নিতে হবে।
সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইতেকাফ পালনের জন্য এখন থেকে সবারই আনুষ্ঠানিকভাবে মসজিদ কর্তৃপক্ষের কাছে নিবন্ধন বাধ্যতামূলক। এই নিয়ম সৌদি নাগরিক ও প্রবাসী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
তবে অ-সৌদি বাসিন্দাদের জন্য বাড়তি একটি শর্ত যুক্ত করা হয়েছে। তাদের নিজ নিজ কাফিল বা স্পনসরের লিখিত সম্মতিপত্র জমা দিতে হবে। ইকামা (আবাসিক অনুমতিপত্র) সংক্রান্ত আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিবন্ধনের সময় প্রত্যেক আগ্রহীর ব্যক্তিগত তথ্য যাচাই করবে মসজিদ প্রশাসন। যাচাই-বাছাই শেষে অনুমোদন মিললেই কেবল ইতেকাফে বসার সুযোগ পাওয়া যাবে।
ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই নির্দেশনা সৌদি আরবের সব মসজিদের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। এর মধ্যে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিও রয়েছে, যেখানে রমজানের শেষ দশ দিনে সাধারণত বিপুলসংখ্যক মুসল্লি ইতেকাফে অংশ নেন।
কর্তৃপক্ষের মতে, শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং মসজিদ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে।


