নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজার ফ্লাইওভারে চলাচলের জন্য উন্মুক্ত অংশে চলন্ত একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি উল্টে যায়। এতে কয়েকজন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর ১টার কিছু সময় আগে এ ঘটনা ঘটে। এতে কাকরাইল থেকে সাত রাস্তা অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রমনা থানা সূত্র জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে গেছে। বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।