অর্থনৈতিক প্রতিবেদক : আগামীকাল মঙ্গলবার ও পরের দিন বুধবার দেশের উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী দুইদিন ডিএসই ও সিএসইতে অফিশিয়াল কার্যক্রমের পাশাপাশি লেনদেনও বন্ধ থাকবে। আগামী ১৩ অক্টোবর থেকে আবার আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।
শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে এই দুইদিন সরকারি ছুটি।