মঙ্গল হল সূর্য থেকে দূরত্বের হিসাবে চতুর্থ তথা বুধের পরেই সৌরজগতের দ্বিতীয়-ক্ষুদ্রতম গ্রহ।
সেই মঙ্গল গ্রহের অসাধারণ কিছু ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার মার্স ওডিসি অর্বিটারের তোলা বেশ কিছু উপগ্রহ চিত্রে সম্প্রতি উঠে এসেছে লাল গ্রহের অপরূপ সৌন্দর্য্য।
ফাইভ থার্মাল এমিশান ইমেজিং সিস্টেমের মাধ্যমে ছবিগুলিতে নীল রঙ ঠান্ডা এলাকা চিহ্নিত করতে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে লাল, কমলা অংশগুলি অপেক্ষাকৃত উষ্ণ। নাসার ওডিসি অর্বিটারের ২০তম বছর হিসাবে এই ছবিগুলি প্রকাশ করেছে নাসা।
সাধারণত বিশাল ক্রেটার বা গর্তগুলিতে এ ধরনের বালিয়াড়ি দেখা যায়। প্রচন্ড ঝড়ের ফলে বিভিন্ন সময়ে এগুলির আকৃতি বদল হয়।