নিজস্ব প্রতিবেদক, সাভার : মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ করেছেন আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা।
সকালে কারখানায় গিয়ে তারা বিক্ষোভ করেন। এক পর্যায়ে প্রায় শতাধিক কারখানা থেকে শ্রমিকরা রাস্তায় নামে আসেন। এ সময় টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এ নিয়ে টানা অষ্টম দিনে পৌঁছালে আশুলিয়ার শ্রমিক অসন্তোষ। সর্বনিন্ম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন শ্রমিকরা করছেন। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সরকারের একাধিক বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ বলেন, মঙ্গলবার সকালে প্রতিদিনের মত কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। তবে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন তারা। এক পর্যায়ে কারখানা থেকে বেরিয়ে তারা রাস্তায় নেমে আসেন। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।


