মঠবাড়িয়া উপজেলায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পিরোজপুর

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- নাজমুল (১১) ও নাঈম (৮)। তারা জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ফিরোজ হাওলাদারের ছেলে।

এক মাস আগে মায়ের মৃত্যুর পর এই দুই শিশুকে তাফালবাড়িয়া হাসানিয়া হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। সোমবার সকালে মাদ্রাসায় ক্লাস শেষে দুপুরে মাদ্রাসা সংলগ্ন পুকুরে ওই দুই ভাই গোসল করতে গিয়ে ছোট ভাই পুকুরে পড়ে যায়। বড় ভাই তাকে উদ্ধার করতে গিয়ে দুইজনই পানিতে ডুবে যায়।

তাদের মামা সোহেল বলেন, ‘আমার বোনের মৃত্যুর পর ওদের লালন-পালন করার কেউ না থাকায় চট্টগ্রাম থেকে ওদের এখানে নিয়ে আসি। বাড়ির পাশে তাফালবাড়িয়া হাসানিয়া হাফেজি আবাসিক মাদ্রাসায় ভর্তি করে দেই।’

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল কুদ্দুস বলেন, দুপুরে মাদ্রাসা সংলগ্ন পুকুরে দুই ভাই গোসল করতে গেলে ছোট ভাই পুকুরে পড়ে যায়। বড় ভাই ছোট ভাই নাঈমকে উদ্ধার করতে গিয়ে দুইজনই পানিতে ডুবে যায়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তরিকুল ইসলাম জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।