বিনোদন ডেস্ক : মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ইতিমধ্যে বলিউডে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। অভিনয় করেছেন বলিউডের অনেক জনপ্রিয় অভিনেতার সঙ্গে। অভিনয়গুণে জিতে নিয়েছেন বেশ কিছু পুরস্কারও।
নানা কারণে আলোচনায় উঠে এসেছেন জ্যাকুলিন। তার পোশাক নিয়ে নিয়মিত চর্চিত হয় বলিপাড়ায়। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী।
এ সময় নিজের পোশাক নিয়ে জ্যাকুলিন বলেন, ‘স্টাইল বিফোর কমফোর্ট! প্রায় সব নতুন ট্রেন্ডের পোশাকই আমার আলমারিতে পাবেন। কোনো পোশাক যদি দেখতে দারুণ লাগে, তাহলে তা পরতে একটু কষ্ট হলেও পরে ফেলি। হয়তো ড্রেসটা খুব টাইট বা স্টিলেটোজ। যা পরে হাঁটতে কষ্ট হয়। তবু মাঝে মাঝে পরোয়া করি না।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি, নো পেইন নো গেইন! এই সত্যি কথাটা বেশির ভাগ অভিনেত্রীই বলবে না। সাধারণত সবাই বলে থাকেন- আরামদায়ক পোশাক পরতেই পছন্দ করেন। কিন্তু সত্যি কথাটা হলো- অনেক সময়ই আমাদের এমন পোশাক পরতে হয়, যা পরে সহজভাবে ঘোরাফেরা করা যায় না। তবে এটা ঠিক যে, তেমন পোশাক আমি দুবারের বেশি পরি না।’