
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল থানা এলাকার গোপীবাগের একটি বাসা থেকে দীপন চন্দ্র শীল (১৮) নামে এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা আড়াইটার দিকে গোপীবাগের ১২৬/১ নম্বর বাসার একটি ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দীপনের লাশ উদ্ধার করা হয়। চলতি বছর দীপন নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন ও মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। তিনি গাজীপুরের কালিগঞ্জের প্রেমানন্দ শীলের ছেলে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক ওয়াহেদুজ্জামান জানান, দুপুরে মেস থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, তার পরিবারের সঙ্গে আলাপ করেছি। তারা জানিয়েছেন, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় সে উত্তীর্ণ হতে না পেরে আত্মহত্যা করতে পারে।