
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল থেকে ৮৫ লাখ টাকার কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত জসিম ওরফে বাবু ও গোবিন্দ লাল সরকার দীর্ঘদিন ধরে কোকেনের ব্যবসা করছেন বলে পুলিশ জানিয়েছে। বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় মতিঝিল থানার হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালের সামনে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’ পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮৫০ গ্রাম কোকেন জব্দ করা হয়। এর বাজার মূল্য ৮৫ লাখ টাকা। মতিঝিল ও আশপাশের এলাকায় গ্রেপ্তারকৃতরা কোকেনের ব্যবসা করছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।