বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুর। নিজের ব্যক্তিগত বিষয় মিডিয়ার সামনে খুব একটা প্রকাশ করেন না তিনি।
তবে সম্প্রতি ক্যাটরিনা কাইফের সঙ্গে তার ব্রেকআপ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন এই অভিনেতা। এবার জানালেন মদ পানের বদঅভ্যাস রয়েছে তার।
এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ স্বীকারোক্তি করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই পরিবারে মদপানের সমস্যা দেখে আসছি। বিভিন্ন সময়ে এ নিয়ে নানা সমস্যারও সৃষ্টি হয়েছে। আমি নিজেও মদে আসক্ত। আমি যখন শুটিং করি, কাজ করি তখন মদ পান করি না। কিন্তু যখন কাজ ছাড়া থাকি তখন পান করি।’
সম্প্রতি প্রকাশিত হয়েছে রণবীর-ঐশ্বরিয়া-আনুশকা অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার টিজার। দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে এটি। এছাড়া মুক্তির অপেক্ষায় রণবীর-ক্যাটরিনা অভিনীত জাগ্গা জাসুস সিনেমাটি।