মধুমিতাকে দেখে মুগ্ধ বরুণ

খোলা চুল, ঝলমলে লাল হাই স্লিট স্কার্ট এবং কাঁধ খোলা টপে ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়াচ্ছিলেন মধুমিতা। কোনও একটি ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিনের ভিডিও এটি। হাই স্লিট স্কার্টের ফাঁক থেকে নজরে আসছিল তার পায়ের ট্যাটু।

অভিনেত্রীর এই আবেদনময়ী ভিডিও এখন রীতিমতো সামাজিক মাধ্যমে ভাইরাল।

আর সেই ছবিইতে মুগ্ধ হয়েছেন বরুণ ধাওয়ানও। তার এই কয়েক সেকেন্ডের ভিডিও বেশ মনে ধরেছে অনুরাগীদের। বলা বাহুল্য, বলিউডের প্রথম সারির অভিনেতা বরুণ ‘লাইক’ করেছেন মধুমিতার এই পোস্ট।

এই নিয়ে উচ্ছ্বস প্রকাশ করে মধুমিতা বলেন, ইনস্টাগ্রামে ছবি, ভিডিও পোস্ট করলে অনেকে অনেক কটূক্তি করেন। বরুণ ধাওয়ানের এই লাইক তার কাজকে স্বীকৃতি দিয়েছে। সকলের মতো বরুণ তারও ক্রাশ।