সুমন আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী এম কফিল উদ্দিন আহমেদ দীর্ঘ চার দশক ধরে দলের রাজনীতিতে সক্রিয়। ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তিনি শক্ত অবস্থান ধরে রেখেছেন।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলীয় চিঠি পাওয়া এম কফিল এবারের নির্বাচনের প্রস্তুতি হিসেবে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচি প্রচার, নিয়মিত উঠান বৈঠক ও গণসংযোগ এবং লিফলেট বিতরণের মাধ্যমে তৃণমূলে সক্রিয় ভূমিকা রাখছেন।
এম কফিল উদ্দিন আহমেদ বলেন, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য লোককে ঢাকা-১৮ আসনে মনোনয়ন দিবেন। আমি আশাবাদী তিনি আমাকে মনোনয়ন দিবেন।
তিনি বলেন, “আমি এমপি হলে এলাকাবাসীর কল্যাণে কাজ করব। রাস্তা-ঘাট সংস্কার থেকে শুরু করে কর্মসংস্থান—প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন হবে। বিএনপির রাজনীতিতে আমি ৪০ বছর ধরে তৃণমূল থেকে আজ পর্যন্ত কাজ করছি। আমার বিশ্বাস, দল আমাকে এবার মনোনয়ন দেবে। ঢাকা-১৮ আসনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নেবে।”
এম কফিল উদ্দিন আরও উল্লেখ করেন, তার নামে ১৫৪টি মামলা হয়েছিল এবং ১৭ বছরের কারাদণ্ডের রায়ও হয়েছে, তবে তিনি সবসময় দল ও জনগণের পাশে থেকেছেন। তিনি বলেন, “বিএনপি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি গণতান্ত্রিক দল। এখানে নেই কোনো গুম-খুন বা দুঃশাসন।”
স্থানীয়রা বলছেন, ঢাকা-১৮ আসনে মনোনয়ন দৌড়ে শীর্ষে এম কফিল উদ্দিন আহমেদ। কফিল উদ্দিন কখনও চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হননি। বরং তার ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান করেছেন। তাই তারা মনে করেন, ঢাকা-১৮ আসনে তাকে বিএনপির মনোনয়ন দেওয়া উচিত।
এছাড়া, তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।


