নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের উদ্যোগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় এক বিশাল ঐক্যবদ্ধ গণমিছিল অনুষ্ঠিত হয়। উত্তরা আমির কমপ্লেক্সের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলটি আজমপুর, উত্তরা হাউজ বিল্ডিং এলাকা হয়ে জমজম টাওয়ারে গিয়ে শেষ হয়।
গণমিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি বলেন, “আজ ঢাকা-১৮ আসনের বিএনপি ঐক্যবদ্ধ। আমরা সবাই দলের প্রতীক ধানের শীষের পক্ষে একসাথে কাজ করব। আগামী নির্বাচনে মনোনয়ন যেই পাক না কেন, আমাদের এখানকার চারজনের মধ্যে একজনকে সুযোগ দিতে হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন,বিগত ফ্যাসিস্ট “আওয়ামী সরকারের দমন-নিপীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা আমরা রাজপথে ছিলাম। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ হাজী মোস্তফা জামান। তিনি বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে এই প্রতীককে বিজয়ী করতে হবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। তিনি বলেন, “আমরা নির্বাচনের মাঠে প্রস্তুত। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।”
বিশেষ অতিথি ছিলেন এম কফিল উদ্দিন আহমেদ, যিনি দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ঢাকা-১৮ আসনের জনপ্রিয় নেতা হিসেবে এলাকায় পরিচিত।
গণমিছিলের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি বলেন, “এই ঐক্যই আমাদের শক্তি। বিএনপি নেতাকর্মীরা আজ প্রমাণ করেছে—ধানের শীষের পতাকা কোনো শক্তিই দমন করতে পারবে না।”
উত্তরা আজমপুর বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিলটি এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। শেষে জমজম টাওয়ার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে গণমিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


