মন্ত্রী ছায়েদুল হকের সংবাদ সম্মেলন রোববার

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দিরে হামলা, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করবেন তিনি।

নাসিরনগর উপজেলা ডাকবাংলোতে দুপুর ১টায় এই সংবাদ সম্মেলন হবে। শনিবার তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখা করবেন। পাশাপাশি তিনি উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে দলীয় বা সাংগঠনিক অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনার পর মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হকের একটি বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ইতোমধ্যেই মন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ক্ষমতাসীন দলের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, মন্ত্রীর পদত্যাগের দাবি অযৌক্তিক।