আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘মন্ত্রী হলে পরে হব, নির্বাচন ছাড়ব না।’
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর উত্তরায় মুগ্ধ মঞ্চে শহিদ ওসমান হাদি হত্যার বিচার দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমাকে কেউ কেউ বলেছিল আপনাকে মন্ত্রী বানানো হবে, এমপি হওয়ার দরকার কী। আমার কথা হচ্ছে, মন্ত্রী বানানোর আশ্বাস দিয়ে আমি রাজনীতি করা বন্ধ করে দিব কেন? এটাতো সদকা দেওয়ার মতো, ভিক্ষা দেওয়ার মতো হবে।
মন্ত্রী বানানোর আশ্বাসের সত্যতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মিথ্যা-সত্য আমি জানি না। আমি বলেছি, আমি রাজনীতি করব। রাজনীতি মানেই যেহেতু বর্তমানে নির্বাচন, তাই নির্বাচন ছাড়ব না। মন্ত্রী হলে পরে হব, না হলে না হব। কিন্তু নির্বাচন ছাড়ব না।
এ সময় জুলাই আন্দোলনে উত্তরার ছাত্র-জনতার অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন তিনি।
পরে গণভোটে ‘হ্যাঁ’ ও শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে লিফলেট বিতরণ করা হয়।


