নরসিংদীতে চিত্তরঞ্জন আর্য নামে মন্দিরের এক তত্ত্বাবধায়ককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর শ্রী শ্রী কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) মহসিন হোসাইন জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে এসে তিন যুবক রঘুনাথপুর গ্রামের কালী মন্দিরের পাশে চিত্তরঞ্জনকে দোকানের মধ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।