ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় জড়িতদের দেশত্যাগ রুখতে সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।
ঘটনায় জড়িত সন্দেহভাজন কয়েকজনের নাম ও ছবি পুলিশের পক্ষ থেকে বিজিবি’র কাছে পাঠানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
১২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শাহ আলী জানান, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতরা যাতে দেশ ত্যাগ করতে না পারে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বিজিবিকে সতর্ক থাকার জন্য চিঠি দেওয়া হয়েছে। সেই মোতাবেক তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় সীমান্তে নিয়োজিত টহলদলকে সতর্ক করা হয়েছে। তাদের নিজস্ব সোর্সরা এ বিষয়ে কাজ করছে।
হামলার পর ১৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন মামলার সাক্ষী ট্রাকচালক নুরুল হক ও পারভেজ খান। জবানবন্দিতে হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি ও তার লোকজন ঘটনায় ব্যবহত ট্রাক ভাড়া করেন বলে বলা হয়। গত মঙ্গলবার রাতে ওই ঘটনায় সন্দেহভাজন জড়িতদের মধ্যে জনপ্রতিনিধিসহ অন্যদের ধরতে এক সঙ্গে তিনটি স্থানে অভিযানে নামে পুলিশ। তবে সেসব স্থানে তাদের পাওয়া যায়নি। পরে পুলিশের পক্ষ থেকে চিঠি দিয়ে বিষয়টি বিজিবিকে জানানো হয়। আজ বুধবার দুপুরে সন্দেহভাজন কয়েকজনের জাতীয় পরিচয়পত্রের কপি বিজিবিকে সরবরাহ করা হয়। দেশের সকল স্থল, বিমান ও নৌবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে ঢাকার এসবি অফিসে চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, নাসিরনগরের প্রেক্ষাপটে অবৈধ্যভাবে সীমান্ত পাড়ি দিয়ে কেউ যাতে দেশত্যাগ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে বিজিবিকে চিঠি দেওয়া হযেছে। ঘটনায় জড়িত সন্ধেহভাজনদের নাম ইমিগ্রেশন পুলিশকে দেওয়া হয়েছে। বৈধভাবেও তারা যাতে দেশত্যাগ করতে না পারে সে ব্যাপারে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম জানান, জবানবন্দিতে নাম উঠে আসা জনপ্রতিনিধিসহ অন্যদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় ইন্দনদাতাদের সবায় চিহ্নিত। অচিরেই তারা আইনের আওতায় আসবে বলে আশা করছেন।
৩০ অক্টোবর নাসিরনগর সদরে হিন্দুদের মন্দির, বাড়িঘরে হামলা হয়।