আন্তর্জাতিক ডেস্কঃ আজ ইশতেহার দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো জনসভা করেছেন, সবখানে তিনি একটি বিশেষ উক্তি দিয়েছেন ‘খেলা হবে’। আর ‘খেলা হবে’ উক্তি নিয়ে এবার চটলেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ভোটের আগে মোদির টানা চার ম্যারাথান সমাবেশের প্রথমটি হয়ে গেল আজ পুরলিয়া জেলায়। সমাবেশে তিনি দীর্ঘ বক্তব্য রাখেন, সেখানে বেশির ভাগ জুড়ে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় পরিপূর্ণ। ছিল মমতাকে কটাক্ষ করে কথা বলা, মমতার ইশতেহারের সমালোচনা, ‘খেলা হবে’ স্লোগানের কটাক্ষ।
আজ ( বৃহস্পতিবার ১৮ মার্চ) তিনি মূখ্যমন্ত্রী ‘খেলা হবে’ কড়া সমালোচনা করে নরেন্দ্র মোদি বলেন, ‘দিদি বলে, খেলা হবে। বিজেপি বলে, চাকরি হবে। অত্যাচার অনেক করেছো দিদি। ভয় দেখানোই তোমার অস্ত্র। রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ।’
মোদি আরও বলেন, ‘নির্বাচনে জিতলে বিজেপির প্রধান কাজ হবে, চাকরি, বিকাশ, শিক্ষা, নারীদের কর্মসংস্থান, সবার জন্য পাকা বাড়ি ও হাসপাতাল-স্কুল।’ মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসী ও মাফিয়াদের নিয়েই ক্ষমতায় টিকে আছেন বলেও অভিযোগ করেন মোদি। তিনি বলেন, ‘তৃণমূল নেতারা চাল চোর।’
আগামী শনি, রবি ও বুধবার আরও তিনটি জনসভায় অংশ নেবেন ভারতীয় প্রধানমন্ত্রী। এ অবস্থায় বসে নেই মমতা ও তার দল তৃণমূল নেতারাও। তারাও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এরই মধ্যে নন্দীগ্রামে ফের তৃণমূলের উপর হামলার অভিযোগ উঠেছে। আর ব্যারাকপুরের বিজেপির সংসদ সদস্য অর্জুন সিংয়ের বাড়ির বাইরে ৮ থেকে ১০টি বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।


