‘মমিন হতে চাই’ এ জনপ্রিয় তিন সংগীতশিল্পী

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় তিন সংগীতশিল্পী আসিফ আকবর, বালাম ও ইমরান। এবার প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন শ্রোতাপ্রিয় এ তিন শিল্পী। পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘মমিন হতে চাই’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা।

‘আল্লাহ্ তোমার নূরের দেখা আমি পেতে চাই / দ্বীনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই- এমন কথার গানটি লিখেছেন গোলাম কবীর রনী আর গানটিতে সুর দিয়েছেন এবং সংগীত পরিচালনা করেছেন মীর মাসুম।

সম্প্রতি এ গানটির ভিডিও দৃশ্যায়ন করা হয়। এরপর গতকাল ১১ জুন এ ভিডিওটি ‘ধ্রুব মিউজিক স্টেশন’-এর চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

মাহে রমজানের বিশেষ এই গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘প্রথমবারের মতো একটি ইসলামিক গান গাইলাম। আমার সাথে আছে বালাম ও ইমরান।  অসম্ভব মেলোডি সুর, চমৎকার শব্দচয়নের এই  গানটি মানুষকে মনে করিয়ে দেবে সৃষ্টিকর্তার অপার মহিমার কথা। গানটির ভিডিওতে দেখানো হয়েছে আল্লাহর আনুগত্য প্রকাশ এবং তার মহিমার বিভিন্ন দিক। আশা করছি গানটি সবার হৃদয়কে নাড়া দেবে।

দেখুন : ‘মমিন হতে চাই’ গানটি