
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিদের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। অপর আটজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনা ইউনিটে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার আব্দুল কুদ্দুস (৮০), জরিনা (৩৫), ফেরদৌস আলম (৩৫), ঈশ্বরগঞ্জের জুলেখা (৮০), মুক্তাগাছার শাহ আলম (৪৫), নেত্রকোনার রইসুদ্দিন (৬৫) ও টাঙ্গাইলের খুকী বেগম (৭০)।
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের মিতু (১৫), রোজিনা খাতুন (৬৫), হালুয়াঘাটের রঞ্জনা রানী (৪০) গফরগাঁওয়ের বেগম (৩৫), সেলিনা (৬০), সুফিয়া খাতুন (৫০), লুৎফা (৫০) ও নেত্রকোনার নার্গিস (৫০)।
বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪১১ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২১ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৪৬ জন।