মমেক করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিদের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। অপর আটজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনা ইউনিটে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার আব্দুল কুদ্দুস (৮০), জরিনা (৩৫), ফেরদৌস আলম (৩৫), ঈশ্বরগঞ্জের জুলেখা (৮০), মুক্তাগাছার শাহ আলম (৪৫), নেত্রকোনার রইসুদ্দিন (৬৫) ও টাঙ্গাইলের খুকী বেগম (৭০)।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের মিতু (১৫), রোজিনা খাতুন (৬৫), হালুয়াঘাটের রঞ্জনা রানী (৪০) গফরগাঁওয়ের বেগম (৩৫), সেলিনা (৬০), সুফিয়া খাতুন (৫০), লুৎফা (৫০) ও নেত্রকোনার নার্গিস (৫০)।

বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪১১ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২১ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৪৬ জন।