মরহুম মাহবুব আলী খানের কবর জিয়ারত করে দোয়া করলেন তারেক রহমান

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর শ্বশুর ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের বাবা, সাবেক নৌ-বাহিনী প্রধান এবং সাবেক কৃষি ও যোগাযোগ মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন।

এ সময় তিনি মরহুম মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। কবর জিয়ারতকালে তাঁর সঙ্গে পরিবারের সদস্য ও দলের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

দেশের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে মরহুম মাহবুব আলী খানের অবদান স্মরণ করে উপস্থিতরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।