‘মরীচিকা’ গান নিয়ে আসছেন কুসুম শিকদার

লাক্স তারকা কুসুম শিকদার তিনি একাধারে একজন মডেল, অভিনেত্রী, গায়িকা ও লেখক। এবার তিনি আসছেন ‘মরীচিকা’ শিরোনামের নতুন একটি গান নিয়ে। সম্প্রতি গানটির রেকর্ডি ও শুটিং সম্পন্ন হয়েছে। গানটির কথা লিখেছেন কুসুম শিকদার নিজেই। সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি। রায়হান খানের পরিচালনায় গানটিতে কুসুম শিকদারের বিপরীতে মডেল হয়েছেন কাজী সাকিব।

গানটি প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, ‘অনেকটা ঘোষণা দিয়েই মিডিয়া থেকে বিরতিতে আছি। এখন লেখালেখি নিয়ে ব্যস্ত। ভালোবাসা থেকেই চার বছর পর একক গান করলাম। মেলো রক ঘরানার এই গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগলেই আমি খুশি হব।’

তার প্রথম গানের অ্যালবাম প্রকাশ হয়েছিল ১৯৯৯ সালে। এরপর কয়েকটি অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সবশেষ হৃদয় খানের সুর-সংগীতায়োজনে ‘নেশা’ শিরোনামের একটি গানটি কণ্ঠ দিয়েছিলেন তিনি।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অভিনয় থেকে দূরে থাকার কারণ, নিরিবিলি নিজের মধ্যে থাকা। এটাই একমাত্র কারণ, তা কিন্তু নয়। পরিবেশ পরিস্থিতি আমাকে সায় দিয়ে কালও অভিনয় করতে পারি। তবে এই মুহূর্তে অভিনয় নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই।’